নওগাঁর সাপাহার সীমান্ত থেকে ছোট বড় মোট ১৬ টি সোনার রড উদ্ধার করেছে বিজিবি

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে ছোট বড় মোট ১৬ টি সোনার রড উদ্ধার করেছে বিজিবি
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্ত থেকে ছোট বড় মোট ১৬ টি সোনার রড উদ্ধার করেছে ১৬ বিজিবি। বুধবার (৩১ অক্টোবর) ভোর রাতে উপজেলার আদাতলা সীমান্ত থেকে সোনার রড গুলো উদ্ধার করা হয়।
সাপাহার আদাতলা সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জলিল জানান, বুধবার ভোর রাতে তার নেতৃত্বে ১৬ বিজিবির একটি টহল দল ওই সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় সীমান্তে তাদের দেখতে পেয়ে কয়েকজন যুবক একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ও ব্যাগ তল্লাশি করে ৮ শ' ১৭ গ্রাম ওজনের ১৬ টি সোনার রড পাওয়া যায়। যার বাজার মুল্য প্রায় ৩১ লক্ষ ৫২ হাজার ৮৫৪ টাকা। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

নওগাঁর মহাদেবপুরে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিবরামপুর কওমী মাদ্রাসায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ওই মাদ্রাসার ছাত্র আরাফাত রহমান (১০) মাদ্রাসার পাশ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। নিহত আরাফাত রহমান উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের ফজলুর রহমানের পুত্র।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পানিতে ডুবে মৃত্যুর কারণে এ ছাত্রের লাশ স্থানীয় ইউপি চেয়ারম্যানের দায়িত্বে দেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget