‘আদালত খালেদার আপিল গ্রহণ করলে নির্বাচন করতে পারবেন’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে তা যদি আদালত গ্রহণ করেন তবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ খালেদার রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
আজ সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তাঁকে ‘নতুন করে আরেকটি মামলায় ৭ বছরের সাজা পাওয়া খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা?’-এ প্রশ্ন করেন সাংবাদিকরা।
নির্বাচন কমিশনার আরও বলেন, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামিরা সাজা কাটানোর একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন করতে পারেন। তবে এক্ষেত্রে উচ্চ আদালতকে তার আপিল গ্রহণ করে বিচারিক আদালতের রায় স্থগিত করতে হবে।
আজ সোমবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যককে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget