ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক পর্যায়ে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত আড়ানগর উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এর রাজশাহী ম্যাটারনাল এন্ড চাইল্ড নিউট্রিশন-কৈকা প্রকল্পের অধীনে মাধ্যমিক পর্যায়ে ৮ম থেকে ১০ ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কিশোর-কিশোরীদের খাদ্য ও পুষ্টি বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় ১৬টি বিদ্যালয়ের ৯৬জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। উপজেলার আগ্রাদ্বিগুন,খেলনা,ইসবপুর ও আড়ানগর চারটি ইউনিয়নে পৃথক পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার আড়ানগর উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার,আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহউদ্দিন আহমেদ,প্রধান শিক্ষক বেনজির আহমেদ,প্রধান শিক্ষক রবিউল ইসলাম,প্রধান শিক্ষক আব্দুল হাকিম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাটের কৈকা প্রকল্পের শাহ মোত্তাসিম বিল্লাহ,রবার্ট ডিও প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন