শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা দিকে নাশকতার উদ্দেশ্যে জড়ো হওয়া জামায়াত ও বিএনপির লোকজন গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৯ জন জামায়াত বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করে। পুলিশ এ সময় সেখান থেকে ১০ টি হাতবোমা ও বিপুল সংখ্যক জিহাদী বই, সহ লাঠি সোটা জব্দ করে। আজই বিকেল তিনটায় আটক নেতা কর্মীদের জেলে পাঠানো হবে।
শার্শায় বিএনপি ও জামায়াতের আমির সহ ১৯ নেতা কর্মী গ্রেফতার
মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর): নাশকতার অভিযোগে যশোরের শার্শা উপজেলায় জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান সহ বিএনপি ও জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ টি হাতবোমা ও বিপুল সংখ্যক জিহাদী বই জব্দ করা হয়েছে। থানার এসআই মামুন বাদি হয়ে আজ বুধবার সকালে শার্শা থানায় মামলাটি দায়ের করেন।
একটি মন্তব্য পোস্ট করুন