ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী,হাত ধোয়া বিষয়ে সচেতনতা প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন,ব্র্যাক ও জাকস ফাউন্ডেশনের সহযোগিতায় এ উপলক্ষে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা শহীদ মিনার চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন,থানা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম,জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরদার,থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনম আফজাল হোসেন,বিআরডিবি কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুন্ডু,ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন