নওগাঁর আত্রাইয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : ‘টেশসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আমতলায় এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক ওয়াস কর্মসূচির সংগঠক মঞ্জুরে মাওলার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী জিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, আত্রাই ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মো: জিল্লুর রহমান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আফসার আলী প্রামানিক, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget