বিএনপির আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ হয়েছে। এ কমিশনই স্বচ্ছ প্রক্রিয়ায় একটি উৎসব মুখর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম।

এ নির্বাচন কমিশনকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা মূলত ভয় পেয়ে নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত, যোগ করেন হানিফ।

সোমবার সকালে কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে আইনে শাসন নেই-বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, দেশের আইন ব্যবস্থা স্বাধীন বলেই এখনও পেট্রোল বোমা সন্ত্রাসীরা জামিন নিয়ে বাইরে ঘুরে বেড়াতে পারছেন। দেশবাসী মনে করেন, পেট্রোল বোমা সন্ত্রাসীরা যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন তাতে তাদের বাইরে থাকার কথা নয়। শুধু বিচার ব্যবস্থা স্বাধীন বলেই তা সম্ভব হয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে দ- দিয়েছেন। বিএনপির বড় বড় আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। কারণ জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। এটা জেনেই তারা আইনি লড়াই বাদ দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে খালেদা জিয়াকে মুক্ত করতে চান। এতেই প্রমাণ হয়, দেশের বিচার ব্যবস্থার ওপর তাদের কোনো শ্রদ্ধা নেই।

কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন নেসার সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর থানা আওয়ামীলীগের সভাপদিত এ্যড. আসম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান, চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসে বাজেগা, হাউজিং এষ্টেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতানা করিম।

এসময় বক্তারা শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে জেলার শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget