আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁর রাণীনগরে ৫০ লিটার চোলাই মদসহ আয়েশা খাতুন (২৯) ও আরিফুল ইসলাম (২৪) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুনৌজ গ্রামের শফিকুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ তার স্ত্রী আয়েশা খাতুন এবং চোলাই মদ কিনতে আসা নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ মহল্লার আজিজার রহমানের ছেলে আরিফুলকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আয়েশা খাতুন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে রাণীনগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান।
একটি মন্তব্য পোস্ট করুন