জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেলেন নওগাঁর মহাদেবপুরের নাজমুল

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ ‘প্রাণ ও প্রকৃতি’ সংগঠনের সভাপতি নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃতি সন্তান কাজী নাজমুল হোসেন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮’ পেয়েছেন। গত রোববার ঢাকা সাভারের শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তরুণদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সারাদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩০ জন যুবককে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে কাজী নাজমুল হোসেনের অবস্থান ১৫ তম। ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পাওয়ায় মহাদেবপুর ও নওগাঁর বিভিন্ন সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন। সংগঠন সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার ‘প্রাণ ও প্রকৃতি’ সংরক্ষণের উদ্যোগ নিয়ে ২১ জন যুবক মিলে ২০১১ সালের জানুয়ারী মাসে এ স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়। বর্তমানে এর পরিধি বেড়ে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জন। এ সংগঠনটি উপজেলা কেন্দ্রীক হলেও মূলত জেলার ১১টি উপজেলায় কাজ করে। কাজী নাজমুল হোসেন বলেন, আমাদের সংগঠনের উদ্দেশ্য পরিবেশ নিয়ে কাজ করা। অবাধে গাছ কাটা ও পাখি শিকার করা হচ্ছে। এখান থেকে মানুষদের সচেতন করা এবং তাদেরকে জীব বৈচিত্র সংরক্ষণে উদ্বুদ্ধ করা হয়। এলাকাবাসীরা এ কাজে সহযোগীতা করে থাকেন। তিনি আবেগ আল্পুত হয়ে বলেন, কাজ করতে গিয়ে কাজের স্বীকৃতি স্বরুপ এত বড় মূল্যায়ণ পাবো তা ছিল কল্পনার বাহিরে। এ মূল্যায়ন শুধু আমার একার বা মহাদেবপুর উপজেলাবাসীর নয়, এটা পুরো নওগাঁবাসীর।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget