নওগাঁয় এইচআইভি এইডস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় ও উদ্ধুদ্ধকরন সভা অনুষ্ঠিত

রিফাত হোসাইন সবুজ নওগাঁ : নওগাঁয় এইচআইভি এইডস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় নেতা, আইনজীবি, সাংবাদিক, শিক্ষক ও নারী নেত্রীদেরকে নিয়ে মতবিনিময় ও উদ্ধুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। সোমবার সকালে বে-সরকারী সংস্থা লাইট হাউস আয়োজিত সিভিল সার্জন অফিস মিলনায়তনে সিভিল সার্জন ডাঃ মোমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সাজর্ন ডাঃ মিজানুর রহমান, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, মহিলা পরিষদের সাধারন সম্পাদিক নুরজাহান বেগম, নারী রনেত্রী পারভীন আকতার, সংস্থার প্রোগ্রাম স্পেশালিষ্ট মিজানুর রহমান, নওগাঁর ইনচার্জ সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা এইচআইভি এইডস এর উপর বিস্তারিত আলোচনা করেন। সভায় জানানো হয়,বাংলাদেশে এইচআইভিতে আক্রান্ত প্রথম ব্যক্তি সনাক্ত হয় ১৯৮৯ সালে। বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও প্রতিবেশী দেশ সমুহে আইচআইভি ও এইডস এর আধিক্য অত্যন্ত ঝুকির মধ্যে রয়েছে। প্রতিবছরই এই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জাতীয় এইডস এসটিডি কর্মসুচী থেকে প্রকাশিত ২০১৭ সালের ১লা ডিসেম্বর তারিখের তথ্যমতে ২০১৭ পর্যন্ত এইচআইভি ভাইরাসে সংক্রমিত ৫৫৮৬ জন।শুধুমাত্র ২০১৭ সালে সংক্রমন ৮৬৫ জন। এর মধ্যে পুরুষ ৬৩৯, নারী ২১৩ এবং হিজড়া ১৩ জন। ২০১৭ সাল পর্যন্ত মৃত্যু বরন করেছে ৯২৪ জন, শুধুমাত্র ২০১৭ সালে মৃত্যুবরন করেছে ১২৫ জন। রোহিঙ্গাদের মধ্যে এপর্যন্ত এইচআইভি সনাক্ত হয়েছে ৬৩জন।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget