জাতীয় বেতন স্কেল দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সম্মেলন

জাতীয় বেতন স্কেল দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় অনুদান ভুক্ত ও অনুদান বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মারাসার শিক্ষকদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বেতনস্কেলের দাবীতে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে স্থানীয় ঠিকানা কমিউনিটি সেন্টার মিলনায়তনে বুধবার বেলা ১১টা থেকে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের নওগাঁ জেলা কমিটির সভাপতি মো: দুলাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মালেক। মাদরাসা শিক্ষক নেতৃবৃন্দ বলেন বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার। শিক্ষার ও শিক্ষকদের জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে। এই মুহুর্তে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের করুন অবস্থা। এসব ইবতেদায় মাদরাসার শিক্ষকরা বর্তমানে মাত্র আড়াই হাজার টাকা বেতন পাচ্ছেন। তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে তাকা কঠিন। দেশেল ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের জাতীয় বেতন স্কেল প্রদানের আহবান জানানো হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget