নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ‘স্পট ক্যাম্প ব্যাংকিং পরিষেবা’ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর মডেল ইউনিয়ন পরিষদ চত্বরে ‘রাকাব পাহাড়পুর শাখার’ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জোনাল ম্যানেজার আলহাজ্ব মেসবাহুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের নওগাঁ শাখার ম্যানেজার শাখাওয়াত হোসেন, পাহাড়পুর শাখার ম্যানেজার মেহেদী হাসান, অফিসার রুপম কুমার, বক্তারপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোরশেদুল আলম। স্পট ক্যাম্প ব্যাংকিং পরিষেবা জেলার ৩০টি শাখার বিভিন্ন স্থানে চালু হয়। এসেবার মাধ্যমে ঋণ গ্রহীতারা ব্যাংকে না গিয়ে স্পট ক্যাম্প ব্যাংকিং পরিষেবায় গিয়ে তাদের ঋণ পরিষোধ ও নতুন ঋণের আবেদনসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন