নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মৌসুমির আন্তঃশ্রেণী দৌড় ও ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পল্লী কর্ম-সহায়ক ফাউÐেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মৌসুমী’র আয়োজনে নওগাঁর রাণীনগর উপজেলার সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দৌড় ও ফুটবল প্রতিযোগীতায় বিদ্যালয়ের ১২টি দলের অংশ গ্রহনের মাধ্যমে খেলায় চুরান্ত দল বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন মৌসুমির সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার তারিকুল ইসলাম সাধন,দাবী’র প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম, শিক্ষক মাহাবুব সালাম খান,সাংবাদিক বিকাশ চন্দ্র প্রমূখ। উল্লেখ্যঃ পল্লী কর্ম-সহায়ক ফাউÐেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মৌসুমী’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির পক্ষ থেকে প্রতিটি খেলোয়ারদের ১টি করে জার্সি উপহার দেয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন