নওগাঁর ধামইরহাট সীমান্তে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৩৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাহবুব আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় দিকে উপজেলার কালুপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়ক সুবেদার মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে বিজিবির টহল দল সীমান্ত পিলার ২৭১/৩ এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তওে উত্তর চশরহমতপুর গ্রামের মাহাবুব আলম বাবুর বাড়ীতে অভিযান চালায়। অভিযানে বাবুর বাড়ীর ভেতওে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩৩০ বোতল ফেন্সিডিল ও ১ বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে ১৪ বিজিবি পতœীতলার অধিনায়ক লে: কর্ণেল মো. জাহিদ হাসান বলেন, বিজিবি বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আাসামী মাহাবুব আলম বাবুসহ আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget