নওগাঁয় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৮ অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ও কনফারেন্স ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নওগাঁ জিলা স্কুল থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হোটেল যমুনা কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ। হোটেল যমুনা কমিউনিটি সেন্টারে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার  ব্যবস্থাপক মোহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে অন্যান্যের মধ্যে মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা শিক্ষা অফিসার এস,এম মোসলেম উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। জেলার ৩৩টি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ৩৫টি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। জেলায় ৩৩ হাজার ৪৩৪টি ছাত্রছাত্রীর হিসাবের বিপরীতে মোট ১০ কোটি ১০ লাখ ৬৭ হাজার আমানত আছে বলে সুত্রে জানা গেছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget