নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে নবনির্মিত উপজেলা পরিষদ কমপেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মনোজিত কুমার মল্লিক, নওগাঁ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম, রাণীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।
একটি মন্তব্য পোস্ট করুন