ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় ধামইরহাট প্রেসক্লাব ভবনে সুজন ধামইরহাট শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কামরুজ্জামান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম,সাবেক ইউপি চেয়ারম্যান এড.আইয়ুব হোসেন,সুজনের জেলা সমন্বয়কারী আছির উদ্দিন,সুজন ধামইরহাট শাখার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু,আ’লীগ নেত্রী আনজু আরা,মেনুকা পারভীন,থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু,বিএনপি নেত্রী সেলিমা খাতুন,আদিবাসী নারী নেত্রী ডলি দাস,সাংবাদিক আব্দুল্লাহ হামিদী,হারুন আল রশীদ,এসএম মাসুদুর রহমান,আব্দুল কাদের,যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন