নওগাঁ জেলা প্রতিনিধি: “সুখী সমৃদ্ধ দেশ, বিনির্মানে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে সার্কিট হাউজ থেকে একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলক কক্ষে এক আলোচনাসভা অনুুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কামরুজ্জামান, কৃষি অধিদপ্তরের নওগাঁ উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিকসহ অন্যান্যের উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন