নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ঠাকুর মান্দা উপজেলার ঠাকুর মান্দা ব্রজপুর গ্রামের এক স্বামী পরিতাক্তা (৩২) মেয়েকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা মামলায় একই এলাকার গাগড়া দোডালা হঠাৎ পাড়া গ্রামের দানেস আলীর বিবাহিত ছেলে দুই কন্যা সন্তানের জনক শাহীন আলম (৩০) গত ২০/০৮/২০১৮ তারিখে ঠাকুর মান্দা ব্রজপুর গ্রামের এক স্বামী পরিতাক্তা (৩২) মেয়ে নজরুল কাজীর বাড়ী হতে সন্ধ্যা ৭টার সময় আদীবাসি গিদারির বাড়ির পাশে ফাঁকা জমির উপর জাপটে ধরে এই ঘটনা ঘটায়। এই বিষয়ে স্থানীয় ভাবে আপোষ মিমাংসাং বার্থ হয়ে নওগাঁ লিগাল এইড অফিসে সরকারী খরচে মামলা পরিচালনা জন্য আসলে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার এ,জি,এম মনিরুল হাসান সরকার সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল সাংবাদিককে বিষটি তদর্ন্ত করে রিপোর্ট করতে বললে সে মান্দা থানার ভারপ্রাপ্ত অফিার ইনর্চাজ ও'সি মাহবুব আলমের সঙ্গে কথা বলে থানায় মামলা দায়ের করেন। মামলা করার পর ও'সি মাহবুব আলমের তদারকি ও দিক নিদের্শনায় এসআই আব্দুল মালেক গত বৃহস্প্রতিবার রাতে তাকে আটক করেন। তাকে আটক করায় এলাকাতে অনেক নিরহ শান্তি প্রিয় মানুষ মান্দা থানার ভারপ্রাপ্ত অফিার ইনর্চাজ ও'সি মাহবুব আলককে ধন্যবাদ জানান এবং বলেন যাতে ভবিষতে কেহ এরকম ঘটনা করতে না পারে এইজন্য তার দৃষ্টান্তমূলক শাত্তিরও দাবি জানান। এই ঘটনার সত্যতা স্বীকার করে ১নং ভারশো ইউনিয়নের ১.২.৩ সংরক্ষিত আসনের মহিলা মেম্বার জুলেখা জানান প্রায় দিনই ঐ মেয়েকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। জোরপূর্বক ধর্ষনের চেষ্টার ঘটার সত্যতা পাওয়ার পর এ বিষয়ে আমি নিজেও আপোষ করতে পারিনি তবে এরকম লোকের শাস্তি হওয়া দরকার। শুক্রবার আসামী শাহীন আলমকে জেল হাজতে পেরণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন