মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেছেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে। আর এ উন্নয়নের গতি কেউ রোধ করতে পারবে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শণই হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। গত শনিবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ নয় বছর দেশ পরিচালনার কারণে দেশে অনেক উন্নয়ন হয়েছে। মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। জীবন মানের উন্নয়ন হয়েছে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ও বিদ্যুৎ ঘাটতি কমেছে। শিক্ষিতের হার বেড়েছে, জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আত্ম প্র্রকাশ করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের মধ্য দিয়ে মহাকাশে পৌঁছে গেছে। ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়ে সীমান্ত সুরক্ষিত হয়েছে। বাংলাদেশ সমুদ্র জয় করেছে। বিদেশী সাহায্য ছাড়া পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। আজ থেকে ১০ বছর আগে আমরা যেটা ভাবতে পারিনি, সেইসব ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তোমরা যেটা করেছ, আমরাও সেটা পারি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শূণ্য হাতে বাংলাদেশ গড়েছিলেন। আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তিত করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রী সে স্বপ্ন বাস্তবায়ন করেছেন। প্রধানমন্ত্রী যদি আর পাঁচ বছর ক্ষমতায় থাকেন তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একটি গর্বিত দেশ। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহŸান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মোস্তাফিজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামাণিক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মনিরুজ্জামান মনির।
শেষে মেলায় অংশগ্রহণকারী দপ্তরকে সম্মাননা পুরস্কার ও সেরা স্টলগুলোকে ক্রেস্ট প্রদান করা হয়। মেলায় প্রথম স্থান অর্জন করে মহাদেবপুর পল্লীবিদ্যুৎ সমিতি, দ্বিতীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তৃতীয় উপজেলা এলজিইডি। উল্লেখ্য, গত ৪ অক্টোবর ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই ¯েøাগান নিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর মহাদেবপুরেও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়ে ৬ অক্টোবর সমাপ্ত হয়। মেলায় মোট ৫৩টি স্টলে সরকারের উন্নয়ন ও অগ্রগতির তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন