নওগাঁর পতœীতলায় মানসম্মত প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি নওগাঁ: শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দিক্ষা শ্লোগানকে সামনে রেখে পতœীতলায় উপজেলা প্রথমিক শিক্ষক গনের আয়োজনে সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়ন বিষয়ক সেমিনার এবং শিক্ষকবৃন্দের বিদায় ও বরণ অনুষ্ঠান ২০১৮ গতকাল রবিবার জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতায় মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে আপনাদের এই শিক্ষকদের হাত ধরে শেখ হাসিনার সরকার আবারো ক্ষমতায় আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার পতœীতলা সার্কেল তারেক জুবায়ের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তি, এসএম শাহীন চৌধুরী, আবুল কালাম আজাদ, ফাতিমা জিন্নাহ ঝর্না, শিক্ষক সমিতির সভাপতি অফির উদ্দীন সহ উপজেলার ১৩৪টি বিদ্যালয়ের প্রায় সাড়ে ৭শ শিক্ষকবৃন্দ ও অন্যান্য সূধীজন প্রমূখ। অনুষ্ঠানে এসময় প্রবীন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে বিদায় ও নবীন শিক্ষকবৃন্দকে বরন করে নেয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget