নওগাঁ জেলা প্রতিনিধি: চাল আমদানী শূন্যের কোঠায় আনা ও ব্যাংক সুদ ৯% বাস্তবায়নের দাবীতে নওগাঁ চালকল মালিক গ্রুপের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের পার নওগাঁ আলুপট্রি চালকল মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চালকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন চালকল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার, সহ-সভাপতি মোতালেব হোসেন তালুকদার, সাবেক সভাপতি তৌফিকুল ইসলাম বাবু ও মহাদেবপুর চালকল মালিক গ্রুপের সভাপতি আব্দুল জব্বার প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কৃষি ক্ষেত্রে যে বিপ্লব সেই ধানের নায্যমূল্য যদি কৃষকরা না পায় তাহলে ধান উৎপাদন হতে কৃষকরা মুখ ফিরিয়ে নিবে। সেজন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন কৃষকদের নায্যমূল্য পেতে ব্যবসায়িদের সঙ্গে সমন্বয় করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন