ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা নবাগত উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.দেলদার হোসেন,থানা আ’লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আতাউর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হান্নান,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন,কৃষক মোক্তার হোসেন প্রমুুখ। পরে ইঁদুর মেরে এ অভিযান উদ্বোধন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন