নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হেলালের মিছিল ও গণসংযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের আওয়ামী লীগ থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন হেলালের এক বিশাল মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাণীনগর উপজেলার সদরের বাসট্র্যান্ড থেকে তার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।


মিছিলটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় আলোর পথে এগিয়ে যেতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানান তিনি। এছাড়াও তিনি দুই উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিনই প্রায় গণসংযোগ করছেন।


এসময় রাণীনগর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো: গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: লুৎফর রহমান, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো: সুলতান, রাণীনগর শের-এ বাংলা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসকে নাহীদসহ আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget