মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : ‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। ব্রাক ওয়াশ কর্মসূচীর সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহাদেবপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামাণিক, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম শাহিনুর ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম, ব্রাক ওয়াশ কর্মসূচীর ফিল্ড সংগঠক আজিম হোসেন প্রমূখ।
একটি মন্তব্য পোস্ট করুন