নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বালাইনাশক ঔষধ স্প্রেরের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস চত্ত¡রে উপজেলার পর্যায়ক্রমে ৫শত জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং পেসটিসাইড কোম্পানীর সহযোগিতায় প্রথম দিনে জাহানপুর ইউনিয়নের কৃষকদের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা রবীন্দ্র কুমার প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ১টি কওে ক্যাপ, মাচ, চশমা ও হ্যান্ড গেøাব দেয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন