নওগাঁয় তথ্য অফিস কর্ত্তৃক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় জেলা তথ্য অফিস কর্ত্তৃক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রমকে শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সদর উপজেলার চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুরে এই সমাবেশের আয়োজন করা হয়। চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন।
দেশের অগ্রগতি অব্যাহত রাখতে নারী শিক্ষার সম্প্রসারন, নারীদের কর্মসংস্থানের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি, বাল্য বিবাহ বন্ধ, যৌতুক ব্যবস্থা নিরোধ ইত্যাদি বিষয়ের উপর বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ, সহকারী তথ্য অফিসার রুপ কুমার বর্মন, নওগাঁ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার সূর্য কুমার অধিকারী এবং চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক শামীম আরা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget