মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে গাঁজাসহ তিন মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে থানার এস আই আবু রায়হান উপজেলার সোনার মোড় এলাকায় ধাওয়া করে তিন মোটর সাইকেল আরোহী সুলতানপুর গ্রামের গাঁজা ব্যবসায়ী অমৃত চন্দ্র মন্ডল ও মথুর কৃষ্ণপুর গ্রামের গাজী উদ্দিন ও শহিদুল হককে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩’শ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ।
একটি মন্তব্য পোস্ট করুন