ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার আলমপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে রঘুনাথপুর কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মো.সিরাজুল ইসলাম। বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার এমপি। জনসভার অন্যদেও মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সহসভাপতি জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো. নুরুজ্জামান হোসেন,থানা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম,থানা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান,থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান,থানা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা,থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাাহ আল মামুন প্রমুখ।,থানা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। এর আগে আলমপুর ইউনিয়ন ভূমি অফিসের ফলম উন্মোচন ওই মাদ্রাসায় নির্মিত ৪তলা ভীত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এ সকল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন।
একটি মন্তব্য পোস্ট করুন