ইলশাবাড়ী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন নওগাঁ সিভিল সার্জন

আতাউর শাহ্, নওগাঁ : গত ১৭ অক্টোবর দুপুর ১টা ২৬ মিনিটে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ইলশাবাড়ী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন, নওগাঁ সিভিল সার্জন ডা: মো: মোমিনুল হক।


পরিদর্শনকালে সিএইচসিপি ফেরদৌসী পারভীন কমিউনিটি ক্লিনিকের সেবা দান চলছিল, সাধারণ রোগী, নবজাতক, মা ও শিশু এবং গর্ভবতী। কার্যক্রম চলাকালীন, সিভিল সার্জন ডা: মো: মোমিনুল হক সাধারণ রেজিষ্টার, মাতৃ স্বাস্থ্য, নবজাতক, হাজিরা খাতা, অর্থের ক্যাশ খাতা ও পরিদর্শন বহি মনিটরিং করেন।


ক্লিনিকের মান উন্নয়নে সিএইচসিপি ভিডিও ডকুমেন্টরী সহ জনসচেতনতা মূলক স্বাস্থ্য শিক্ষার প্রদর্শন দেখান। সকল স্বাস্থ্য সেবা কার্যক্রম দেখে তিনি খুশী হয়ে ইলশাবাড়ী কমিউনিটি ক্লিনিককে স্বাস্থ্য মডেল ক্লিনিক তৈরী করার জন্য, উক্ত ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য মো: আজিজুর রহমানের, সার্বিক সহযোগিতা একান্ত কাম্য করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।


এ সময় সিএইচসিপি ফেরদৌসী পারভীন বলেন, স্যার আমার ক্লিনিকের সাবমারছোবল পাম্প, বিদ্যুত, রাস্তা পাকাকরন, সিসি রিপিয়ারিং এসব কাজের উন্নয়ন ঘটলে আমার সিসি স্বাস্থ্য মডেল ক্লিনিক হিসাবে পরিনিত হবে।


এ সময় অন্যান্যদের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্লিনিকে আগত রোগীরা উপস্থিত ছিলেন।


ক্লিনিক পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা: মো: মোমিনুল হক বলেন, কমিউনিটি ক্লিনিকের জন্যে যিনি জমি দান করছেন তাঁকে অসংখ্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget