নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার ইকরকুঁড়ি গ্রামে মৌসুমী ইউপিপি-উজ্জীবিত প্রকল্প থেকে কমিউনিটি ইভেন্টস আয়োজনের অংশ হিসেবে ৩০০ জনকে বিনা মূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করে দেওয়া হয়। মঙ্গলবার রক্তের গ্রæপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন করেন, মৌসুমী ইউপিপি-উজ্জীবিত প্রকল্পের প্রকল্প সমন্বকারী আব্দুর রউফ পাভেল। উজ্জীবিত প্রকল্পের সহযোগিতায় এসময় প্রত্যেককে একটি করে রক্তের গ্রæপ নির্দেশক কার্ড প্রদান করা হয়। উজ্জীবিত স্কুল ফোরাম, কিশোরী ক্লাব, বুনিয়াদ সমিতির সদস্য এবং গ্রামবাসীদের রক্তের গ্রæপ নির্ণয় করে দেওয়া হয়। রক্তের গ্রæপ নির্ণয়ে প্যাথলজিষ্টের দায়িত্ব পালন করেন, জহুরুল ইসলাম ও ফারুক হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার সোস্যাল মনিরুল হাসান, তসলিম উদ্দীন, তিথি খাতুন ও শিল্পী বর্মন।
একটি মন্তব্য পোস্ট করুন