নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে শ্রী রতন কুমার সরকার (৬২) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার বিকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রতন কুমার সরকার উপজেলার পায়কড়া নামাপাড়া গ্রামের শ্রী রবি সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সবার অজান্তে তার নিজ বাড়ির বারান্দার বাঁশের সাথে চাদর পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের লোকজন বাড়ির বারান্দার বাঁশের সাথে গলায় চাদর পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন