মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৃথক দুটি অভিযানে ওয়ারেন্ট ভুক্ত দুই আসামীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
শনিবার দিবাগত রাত ৩ টার দিকে বেনাপোল পোর্ট থানার এস,আই কাজী এহ্সান হক, এস,আই মতিয়ার এবং এএস,আই আলমগীর এর নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়। আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া উত্তর পাড়ার আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম(৩০), অপর জন ছোট আঁচড়া গ্রামের জালাল খাঁ এর ছেলে মতিয়ার রহমান(৪০)। আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গোপন সংবাদ পেয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয় বেনাপোল পোর্ট থানার পুলিশ।
এস,আই কাজী এহ্সান হক বলেন, আসামী দুই জন এর বিরুদ্ধে পরবর্ত্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যশোর আদালতে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন