নওগাঁ প্রতিনিধি: দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রশীদ তারেকের পিতা জছির উদ্দীন মন্ডল আর নেই। তিনি গতকাল রোববার ভোর ৫:৫৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। তিনি কিডনী ও লিভারে ইনফেকশনসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর। স্ত্রী, তিন মেয়ে, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর দারুস সালাম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সাংবাদিক তারেকের পিতার মৃত্যুতে সমবেদনা জানিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি কায়েস উদ্দিন, মহাদেবপুর প্রেস ক্লাব ও সান্তাহারের সাংবাদিকদের পক্ষ থেকে তরিকুল ইসলাম জেন্টু গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন