নওগাঁ জেলা প্রতিনিধি: ঐক্যের নামে অরাজকতা সৃষ্টি করতে পারে এমন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন বলেন, কোন ষড়যন্ত্র করে ধ্বংসাত্বক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে জন্য আইনশৃঙ্খলা বাহিনী অত্যান্ত সজাগ আছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যান্ত দক্ষ ও বিচক্ষণতার সহিত কাজ করছেন এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা তৈরী আছেন। রোববার দুপুর ১টার দিকে নওগাঁর পতœীতলা থানার ৬ষ্ঠ তলা ভিতের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। পরে তিনি থানা চত্বরে একটি বৃক্ষ রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ আলম, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেনসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্ত ও আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের অর্থায়নে গণপূর্ত বিভাগ নওগাঁ প্রায় ৪ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৪২ টাকা ব্যায়ে থানার ৬ষ্ঠ তলা ভিতের নতুন ভবন নির্মাণ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
একটি মন্তব্য পোস্ট করুন