প্রতিনিধি নওগাঁ: বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠিত মানব বন্ধনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুশরাত জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বাল্য বিবাহ নিরোধ দিবসের উপর আলোচনা করে। মানব বন্ধনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন