নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মুখে কাল কাপড় বেধে ব্যতিক্রমী ভাবে জেলা জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা ২টায় শহরের এটিম মাঠ থেকে কাল কাপড় মুখে বেধে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীটির নেতৃত্ব দেন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ। পরে দলীয় কার্যালয়ে সামনে পুলিশ বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লে: কর্নেল অব: আব্দুল রতিফ খান, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা যুবদলের সহ-সভাপতি দেওয়ান ফারুক, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম সম্পাদক জেড এইচ খান মানিক, জেলা মহিলা দলের সদস্য সচিব শবনম মোস্তারী কলিসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর অবৈধ রায়ের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
একটি মন্তব্য পোস্ট করুন