প্রতিনিধি নওগাঁ: নওগাঁর রাণীনগরে শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদ্যাপনের লক্ষ্যে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে স্থানীয়দের সাথে মত বিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় রাণীনগর থানা পুলিশের আয়োজনে উপজেলা সদরের খট্টেশ্বর কালী মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি চন্দন মোহন্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রাশেদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, রাণীনগর উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক কাজী মোজাফ্ফর হোসেন, রাণীনগর প্রেস ক্লাব সভাপতি এসএম সাইফুল ইসলাম প্রমুখ। এবছর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৪৮ মন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই পূজার আয়োজন সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনিক ভাবে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান।
একটি মন্তব্য পোস্ট করুন