নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র অভি হোসেন (১৩) নিহত হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরটি ভাংচুর করে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত অভি হোসেন উপজেলার চকবুলাকী গ্রামের মোল্লাপাড়ার মোস্তাক হোসেনের ছেলে এবং সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমীর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অভি প্রাইভেট পড়ে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়কে পশু হাসপাতালের সামনের রাস্তায় পিছন দিক থেকে একটি সিএনজি অভির সাইকেলে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে। অপরদিকে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া আত্রাইগামী ধান বোঝায় একটি ট্রাক্টর রাস্তাায় পড়ে থাকা অভিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অভি মারা যায়। ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরটি ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্র করে ট্রাক্টর টি জব্দ করে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, সংবা পেয়ে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন