নওগাঁ জেলা প্রতিনিধি: “মানবাধিকার প্রতিষ্ঠায়, প্রবীনদের স্বরণ শ্রদ্ধায়” এই প্রতিপাদ্য নিয়ে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আর্ন্তজাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পুরাতন কালেকটরেট চত্বর থেকে একটি র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
স্কুল মিলনায়তনে রিকের সহকারী এরিয়া ম্যানেজার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা সমাজসেবার উপ-পরিচালক নূর মোহাম্মদ বক্তব্য রাখেন। পরে এক মানববন্ধন কর্মসুচী পালন করে।
অপরদিকে, জেলা প্রবীন হিতোষী সংঘের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্šÍজাতিক প্রবীন দিবস পালিত হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন