নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কৃষি তথ্য সম্প্রসারণ সেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ধামইরহাট পৌরসভার অন্তর্গত চকময়রামে সোনার বাংলা যুব সংঘে এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা। সোনার বাংলা যুব সংঘের আয়োজনে এবং উপজেলা কৃষি,মৎসা ও প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় এ উপলক্ষে ক্লাবঘরে এলাকার কৃষকদের নিয়ে এক আলোচনা সভা ওই ক্লাবের সভাপতি আব্দুল হাই আল হাদী চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. এমরান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল বিন আরাফাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেন,ছাত্রনেতা ওমর ফারুক প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন