প্রতিনিধি নওগাঁ: নওগাঁ জেলা মোটর মালিক গ্রæপ দ্বিবার্ষীক নির্বাচনে গত বৃহস্পতিবার মোট ৩শ ৫০জন ভোটারের মধ্যে ৩শ ৪৩জন ভোটারের সরাসরি ভোট প্রদানের মাধ্যমে এহসান রেজা রেনজা ২০১ ভোট পেয়ে সভাপতি, সফিকুল আলম ২০২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, আবু তাহের মন্ডল ২৮৯ ভোট, মতিউর রহমান ২০০ ভোট, সাইদুর রহমান ১৯৬ ভোট, আতাউর রহমান রাজু ১৯৩ ভোট, মহব্বত আলী ২০৬ ভোট, মোফাজ্জল হোসেন ১৯৮ ভোট, দ্বীজেন্দ্রনাথ মন্ডল ১৯১ ভোট, হায়াতুল ইসলাম ১৯৩ ভোট, ওয়াকার হোসেন ১৮৭ ভোট, ওজিত কুমার সাহা ১৮৬ ভোট, জাহাঙ্গীর হোসেন ১৮৯ ভোট, এমদাদুল হক ১৯০ ভোট, আসদুলজ্জামান সিপলু ১৮৮ ভোট, আবুল কালাম আজাদ ১৯২ ভোট, নাজমুল ইসলাম ১৯৩ ভোট, জিল্লুর রহমান ১৯১ ভোট, সাহেব আলী ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. শাহনেওয়াজ।
একটি মন্তব্য পোস্ট করুন