যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় এক বন্দুকধারীর গুলিতে আইন প্রয়োগকারী সাত কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সাউথ ক্যারোলিনার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, এক বন্দুকধারী শিশুদের জিম্মি করে রেখেছিল। দু’ঘণ্টা শিশুদের জিম্মি করে রাখা হয়।শেরিফ অফিস থেকে ফোন করে পুলিশের কাছে সহায়তা চাওয়া হয়। ফোন পাওয়ার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বন্দুকধারী আত্মসমর্পন করতে বাধ্য হয়। তার পরিচয় এখনও জানা যায়নি। কি কারণে সে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে তা জানা যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন