নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের জিরো লাইন থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার দুপুর ২টার দিকে মাঠে কাজ করতে গিয়ে ওই এলাকার লোকজন উপজেলার হাপানিয়া সীমান্তের অদুরে ২৩৬ মেইন পিলারের প্রায় ১শ’গজ দুরে এক অজ্ঞাত ব্যাক্তির মরাদেহ পড়ে থাকতে দেখে। এর পর তারা মৃত ব্যাক্তির সম্পর্কে স্থানীয় হাপানিয়া বিজিপি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনা স্থলে গিয়ে ওই ব্যাক্তিকে সনাক্ত করতে না পেরে ইউপি সদস্য দ্বারা থানায় সংবাদ পাঠায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করেনি পুলিশ।
সাপাহার থানার অফিসার ইচার্জ (ওসি) শামসুল আলমের জানান, তারা এধরণের একটি সংবাদ পেয়েছে তবে স্থানটি সম্ভবত পোরশা থানার মধ্যে তাই এখনও সাপাহারের কোন পুলিশ ফোর্স ঘটনা স্থলে যায়নি। নিশ্চিত হলে তড়িৎ গতিতে ব্যাবস্থা নেয়া হবে।
সাপাহার থানার অফিসার ইচার্জ (ওসি) শামসুল আলমের জানান, তারা এধরণের একটি সংবাদ পেয়েছে তবে স্থানটি সম্ভবত পোরশা থানার মধ্যে তাই এখনও সাপাহারের কোন পুলিশ ফোর্স ঘটনা স্থলে যায়নি। নিশ্চিত হলে তড়িৎ গতিতে ব্যাবস্থা নেয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন