নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৪র্থ বারের মতো তিন দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েেেছ। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ জিলা স্কুলে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় নেতৃত্বদেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক।
এসময় স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক, জেল সুপার মো. শাহ আলম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসতানজিদা পারভীন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, সিভিল সার্জন মুমিনুল হক, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গনি, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী নাঈম উদ্দিন মিয়া, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার মো. এনামুল হক প্রামানকি, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) নির্বাহী প্রকৌশলী শুব্রত কুমার দাস, (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশে নেয়। মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের ও বেসরকারী সংগঠনের প্রায় শতাধিক স্টল অংশ গ্রহণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন