বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ, সৌহার্দ সম্প্রতির দেশ, উন্নয়নের দেশ, এ ধারাকে অব্যাহত রাখতে হবে --নওগাঁয় পাট ও বস্ত্রমন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক

নওগাঁ প্রতিনিধিঃ পাট ও বস্ত্রমন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। এই দেশে নানা ধর্মের নানা বর্নের মানুষ বসবাস করে। বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ, সৌহার্দ সম্প্রতির দেশ, উন্নয়নের দেশ। এধারাকে অব্যাহত রাখতে হবে। জঙ্গীবাদরা যেন কোন ভাবে নষ্ট করতে না পারে। সেজন্য জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। শারদীয় দূর্গাপুজা যেন ভালভাবে শান্তিপূর্ন ভাবে উদযাপন করতে পারে সেজন্য সকলের প্রতি আহবান জানান। তিনি সোমবার রাতে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর কেন্দ্রীয় পুজা মন্ডপ পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার জসীম উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশকিফুর রহমান, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget