নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, বর্তমান সময়ে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর যথেষ্ট গুরুত্বারোপ করেছেন। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, জীবনের সাফল্য বয়ে আনতে হলে প্রয়োজন সুশিক্ষা আর দেশপেপ্রম। যে শিক্ষা অর্জনের মাঝে দেশপ্রেম নেই, মানুষের প্রতি ভালোবাসা নেই সে শিক্ষা সুশিক্ষা হতে পারে না।
সাপাহার কারিগরি স্কুল এন্ড কলেজে প্রায় ২৫ কোটি টাকা ব্যায়ে বৃহস্পতিবার দুপুরে প্রচন্ড ঝড়বৃষ্টি উপক্ষো করে ৫ তলা ভীত বিশিষ্ট একাডেমীক কাম ৪-তলা প্রশাসনিক ভবন, একতলা ওয়ার্কসপ ও সার্ভিস এরিয়া ভবন অভ্যন্তরীন রাস্তা এবং সীমানা প্রাচীর নির্মান কাজেন ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সূধীজনসহ সর্ব স্থরের জনগন।
প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার এমপি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে আরো বলেন, তোমরা শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে। এই কর্মজীবন অত্যন্ত সহজ আবার অত্যন্ত কঠিন। এই কর্ম জীবনের লক্ষ্য থাকতে হবে মানুষের সেবা করা। এই মাটি আমার মা। মাকে যেমন ভালোবাসি তেমনি আমার দেশের মাটিকেও ভালোবাসতে হবে। হৃদয়ে দেশপ্রেম থাকতে হবে। দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। তাহলে এ দেশের উন্নতি হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া এ দেশ। এ দেশের স্বাধীনতা অর্জনে বাঙালি অনেক রক্ত দিয়েছে। তাই যারা এ দেশের সঙ্গে বেঈমানী করতে চায়, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করতে চায় তারা মানুষ নয়। তারা সমাজের শত্রু, দেশের শত্রু।
আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ দেশের মানুষ না খেয়ে নেই, অভাবে নেই, সকলেই কর্ম করছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখা আমাদের সকলের কর্তব্য।
অপরদিকে সকাল ১০ টায় বাংলাদেশ পানি উন্ননয়ন বোর্ড নওগাঁর আওতায় জবাই বিল এফসিডিআই প্রকল্পের মাধ্যমে ৪২ কোটি টাকা বায়ে সুইজগেট এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন সাধন চন্দ্র মজুমদার এমপি।
একটি মন্তব্য পোস্ট করুন