নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আত্রাইয়ে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ উন্নয়নের অন্তরায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা চত্বরে উন্নয়ন মেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় সংসদ ও লেজিসলেটিভ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ইসরাফিল আলম, নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধূরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা ঈমাম সমিতির সভাপতি আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা কেএম কাউসার, স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নবেন্দ্র নারায়ন চৌধূরী, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান প্রমূখ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন