প্রথম বারের মত নওগাঁ মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে ভর্তি শুরু

নওগাঁ প্রতিনিধি: প্রথম বারের মত নওগাঁ মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে ভর্তি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নওগাঁ নার্সিং ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংসদ আব্দুল মালেক। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সদর হাসপাতালের তত্বাধায়ক রওশন আরা খানম ও সভিল সার্জন মুমিনুল হক, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: আশেক হাসান, সাধারন সম্পাদক ডা: রেজাউল মাহমুদ, জেলা বিএমএর সভাপভিাপতি ডা: হাবিবুর রহমান, শিক্ষার্থী রিদওয়ানা রুমকী ও ফুয়াদ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা নওগাঁয় মেডিকেল কলেজ ঘোষণা ও ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে প্রধান অতিথি ছাত্রছাত্রীদের হাতে ভর্তি ফরম তুলে দেন ও ফুলের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ত্তৃক সারা দেশে যে নতুন যে ৫টি মেডিকেল কলেজ অনুমোদন দেয়া হয়েছে নওগাঁ মেডিক্যাল কলেজ তার মধ্যে একটি। চলতি বছর এমবিবিএস প্রথম ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মোট ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন এই মেডিক্যাল কলেজে। মঙ্গলবার সকালে প্রথমে ২০জন শিক্ষার্থী ভতি হয়েছেন। আগামী বছরের জানুয়ারী ১০ তারিখ থেকে ক্লাস শুরু হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget