নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার সর্বস্তরের ক্বওমী উলামায়ে কিরামদের উদ্যোগে মাদ্রাসা ও মসজিদের উলামা ও ইমামদের নিয়ে এক বিশাল সমাবেশ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আত্রাই উপজেলার ভবানীপুর বাজার প্রাঙ্গনে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ডা: মো: সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুজাহিদ খাঁনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী দুলাল, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক চৌধুরী মো: গোলাম মোস্তফা বাদল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রায় এক হাজার উলামা, ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে জায়নামাজ বিতরন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন